- বাংলাদেশ
- খুলনায় একই দিনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা-বায়োমেট্রিকের উদ্বোধন
খুলনায় একই দিনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা-বায়োমেট্রিকের উদ্বোধন

খুলনার বিআরটিএ সার্কেল কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় - সমকাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা কার্যালয়ের উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শিরোমনির বিআরটিএ সার্কেল কার্যালয় চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
খুলনা বিআরটিএর পরিচালক প্রকৌশলী মো. মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেএমপির এডিসি (ট্রাফিক) বিমল কৃষ্ণ মল্লিক এবং খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ড্রাইভিং লাইসেন্সের কার্ড ডেলিভারি পাওয়ার জন্য এখন আর চালকদের বিআরটিএ অফিসে আসতে হয় না। এখন একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হচ্ছে। সাত দিনের মধ্যেই ঘরে বসে লাইসেন্স পাচ্ছেন একজন গ্রাহক। ঘরে বসেই প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। এতে হয়রানি অনেক কমে গেছে।
তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে চালকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পথচারীদেরও সর্তক হতে হবে। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবে দৃশ্যমান হয়েছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার।
ঢাকার পরে এ ধরণের কার্যক্রম খুলনায় উদ্বোধন করা হয়। উদ্বোধনীতে বিআরটিএ কার্যালয়ের ২০০ জন চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হয়।
মন্তব্য করুন