অর্থ পাচার মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ও আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আটজনের সর্বোচ্চ সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ।

ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে আজ সোমবার যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদুল হাসান। ১২ বছরের কারাদণ্ড প্রত্যাশা করে যুক্তি উপস্থাপন শেষ করেন তিনি।

এ পর্যায়ে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৫ মার্চ তারিখ রেখেছেন আদালত। 

আইনজীবী মাহমুদুল বলেন, জি কে শামীমসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করছি, তাঁদের সর্বোচ্চ সাজা হবে। গত ২৬ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে রাষ্ট্রপক্ষ।

মামলার অপর আসামিরা হলেন– দেলোয়ার হোসেন, মোরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আনিছুল ইসলাম। এর আগে ১৭ জানুয়ারি আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন আসামিরা।

২০২০ সালে জি কে শামীম ও তাঁর সাত দেহরক্ষীর বিরুদ্ধে রাজধানীর গুলশান থানার এ মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। গত ২১ ডিসেম্বর মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এতে চার্জশিটভুক্ত ২৬ সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।