মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা সেতুর রেল সংযোগের নির্মাণকাজ চলাকালে মিক্সচার মেশিনের ফিতায় পেঁচিয়ে মফিজুল মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ সোমবার পদ্মা সেতু রেলসংযোগ লাইনের বেজগাঁও স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রকল্পের প্রকৌশলী জহুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মফিজুলের বাড়ি রংপুরে। তিনি শ্রীনগরের ছনবাড়ী এলাকার আল-মদিনা মসজিদের সামনে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। 

স্থানীয়রা জানান, বেজগাঁও এলাকায় নির্মাণাধীন রেলস্টেশনের ঢালাই কাজের সময় মিক্সচার মেশিনের ফিতায় পেঁচিয়ে যান মফিজুল। অন্য শ্রমিকরা দ্রুত উদ্ধার করে তাঁকে ঢাকার একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ওই শ্রমিকের মরদেহ ঢাকায় রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।