- বাংলাদেশ
- সন্তান জন্মের আগে কাবা শরীফ ছুঁয়ে দেখার ইচ্ছে, স্বামীকে নিয়ে ওমরায় মাহি
সন্তান জন্মের আগে কাবা শরীফ ছুঁয়ে দেখার ইচ্ছে, স্বামীকে নিয়ে ওমরায় মাহি

স্বামীর সঙ্গে বোরখা পরে মাহিয়া মাহি
স্বামীসহ ওমরাহ পালনে সৌদি আরব গেছেন মাহিয়া মাহি। এর আগে স্বামীকে নিয়ে মাহি ওমরাহ পালনে গিয়েছিলেন।
স্বামীর সঙ্গে মাহি একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। ছবিতে তার স্বামীকে সাদা পোশাকে এবং তাকে কালো বোরখায় দেখা যায়।
এ প্রসঙ্গে মাহি বলেন, কয়েক মাস পর আমার সন্তান পৃথিবীতে আসবে। আমার ইচ্ছা ছিল সন্তান জন্মের আগে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর মক্কা শরিফটা একবার দেখব। এ কারণে স্বামীকে নিয়ে ওমরাহ করতে এসেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিয়ের কিছুদিন পরই ওমরাহ করেন মাহি।
মন্তব্য করুন