দুই বছরের জন্য আর্চারির রোমান সানাকে নিষিদ্ধ করেছিল আর্চারি ফেডারেশন। আবেদনের প্রেক্ষিতে শর্ত দিয়ে তার সাজা মওকুফ করেছে ফেডারেশন। 

বুধবার এক বিবৃতি দিয়ে আর্চারি ফেডারেশন জানিয়েছে, আবেদনের প্রেক্ষিতে আপাতত তার শাস্তি শিথিল করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে শর্তসাপেক্ষে তাকে অনাবাসিকভাবে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। 

পাঁচ মাস আগে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সময় মারামারি করায় তাকে নিষিদ্ধ করা হয়েছিল। নিজের ভুল স্বীকার করে শাস্তি মওকুফের আবেদন করায় তার শাস্তি প্রত্যাহার হয়েছে। 

এখন তিনি আর্চারির টুর্নামেন্টের জন্য বাছাই ও র‌্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। ১৪ থেকে ১৯ মার্চ চীনা তাইপেতে এশিয়া কাপ র‌্যাঙ্কিং টুর্নামেন্টের স্টেজ ওয়ান অনুষ্ঠিত হবে। অনাবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের সব সুবিধা নিয়ে সানা ওই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। তার পারফরম্যান্স ও শর্ত মানার বিষয় বিবেচনা করে আগামী মে মাসে ফেডারেশনের সভায় সাজা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।