- বাংলাদেশ
- ফেসবুকে অযাচিত তথ্য শেয়ার, জিএসবি উপপরিচালককে তিরস্কার
ফেসবুকে অযাচিত তথ্য শেয়ার, জিএসবি উপপরিচালককে তিরস্কার

ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) উপপরিচালক (ভূপদার্থ) মো. শাহজাহান
সংস্থার উন্নয়ন কার্যক্রম নিয়ে ফেসবুকে অযাচিত তথ্য প্রকাশ করায় ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) উপপরিচালক (ভূপদার্থ) মো. শাহজাহানকে লঘুদণ্ড দিয়েছে জ্বালানি বিভাগ। অভিযুক্ত কর্মকর্তাকে তিরস্কার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জ্বালনি সচিব ড. মো. খায়েরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গতকাল মঙ্গলবার জ্বালানি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ওই কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জিএসবির চলমান উন্নয়ন ও সংস্কারমূলক কর্মকাণ্ড নিয়ে অযাচিত তথ্য শেয়ার করেছেন। এর ফলে উন্নয়ন কাজে বিঘ্ন সৃষ্টিসহ জিএসবি ও জিএসবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন হয়েছে। তিনি সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১১ এর নির্দেশনা লঙ্ঘন করেছেন। তার উপযুক্ত কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর (ন) বিধিমতে অসদাচরণের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ; এবং তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) বিধিমতে বিভাগীয় মামলা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা স্বশরীরে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপন করেন, যা তার স্বাক্ষরসহ লিপিবদ্ধ করা হয়। তার দাখিল করা লিখিত জবাব এবং ব্যক্তিগত শুনানিতে দেওয়া বক্তব্য পর্যালোচনা করে দেখা যায়, তিনি ফেসবুকে অধিদপ্তরের চলমান উন্নয়ন ও সংস্কারমূলক কর্মকাণ্ড নিয়ে অযাচিত বক্তব্য প্রচার করেছেন। এর প্রেক্ষিতে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনীত সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর তথ্য বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি দণ্ড পাওয়ার যোগ্য।
সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগে দোষী সাব্যস্ত করে এবং অভিযোগের গুরুত্ব ও প্রাসঙ্গিক সব বিষয় বিবেচনায় একই বিধিমালার ৪(২)(ক) বিধি মোতাবেক তাকে তিরস্কারসূচক লঘুদণ্ড দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
মন্তব্য করুন