- বাংলাদেশ
- লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ
আন্তর্জাতিক নারী দিবসে বক্তারা
লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ

শোভাযাত্রায় বক্তব্য রাখছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। ছবি: সংগৃহীত
প্রতিটি ক্ষেত্রে নারীর জন্য প্রযুক্তিগত শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ডিজিটাল স্পেসগুলোতে মেয়েদের অধিকার রক্ষা এবং অনলাইন ও আইসিটির মাধ্যমে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারী প্রযুক্তিতে পারদর্শী হলে সৃজনশীলতার বিকাশ ত্বরান্বিত হবে, লিঙ্গভিত্তিক বৈষম্য হ্রাস পাবে এবং অধিকার রক্ষায় আরও দৃঢ় অবস্থান নেবে।
বুধবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরুর আগে বক্তারা এসব কথা বলেন।
শোভাযাত্রাটি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শিশু একাডেমিতে শেষ হয়। এতে অংশ নেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ (চুমকি), মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান (সচিবের রুটিন দায়িত্বে), মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, ইউএন উইমেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং প্রমুখ।
বক্তারা বলেন, ডিজিটাল পদ্ধতিতে ১০৯ টোল ফ্রি ন্যাশনাল হেল্পলাইন এবং জয় অ্যাপ ও ডিএনএ ল্যাব ব্যবহার করে নির্যাতিত নারী ও শিশুদের তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদি সেবা প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কর্মক্ষেত্রের প্রতিটি খাতে ২০৪১ সালের মধ্যে নারী-পুরুষের অবস্থান হবে ৫০ : ৫০।
শোভাযাত্রায় আরও অংশ নেয় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, মহিলাবিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমি, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর, উপপরিচালকের কার্যালয় ঢাকা, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত সমিতিগুলো এবং বিভিন্ন সংগঠন।
মন্তব্য করুন