পাবনার সাঁথিয়ার স্বর্ণজয়ী অ্যাথলেট সুবর্ণার বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপিতে) ভর্তি ও পড়ালেখার দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। 

আজ বুধবার তিনি সুবর্ণার বাবার সঙ্গে যোগাযোগ করে বিকেএসপিতে ভর্তি বাবদ ২৩ হাজার টাকা কাঁঠালবাগানে নিজ চেম্বারে সুবর্ণা ও তার বাবার হাতে তুলে দেন। এর পাশাপাশি তিনি লেখাপড়ার জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে এক বছর খরচের প্রতিশ্রুতি দিয়েছেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি সমকালে সংবাদটি দেখে সুবর্ণা ও তার বাবার সঙ্গে কথা বলে তার ভর্তির ব্যাপারে নিশ্চিত করেছি। আমার একদিনের আয় দিয়ে যদি সুবর্ণার স্বপ্ন পূরণ করতে পারি এবং তার জীবনের স্বপ্ন যদি সে বাস্তবায়ন করতে পারে তবে সেটা হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়ার মধ্যে একটা। সুবর্ণা আমার মেয়ে হিসেবে আমি দায়িত্ব নিলাম।

তিনি আরও বলেন, এভাবে যদি সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা সুবর্ণাদের দায়িত্ব নেন তাহলে কোনো সুবর্ণাই বাংলাদেশে ঝরে পড়বে না।

সুবর্ণার বাবা রাসেল শেখ বলেন, ব্যারিস্টার স্যার আমার মেয়ের স্বপ্ন পূরণের জন্য যা করেছেন তাঁর জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। একই সঙ্গে সাংবাদিককেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে সবার জন্য দোয়া করব।

সুবর্ণা গত ৩১ জানুয়ারি বিকেএসপিতে অ্যাথলেটিকস বিভাগে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় বালিকা বিভাগ থেকে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে। এ বিষয়ে গত ৫ মার্চ সমকালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।