- বাংলাদেশ
- বৈষম্য নিরসনে নারীদের মূলধারায় সম্পৃক্তের আহ্বান টিআইবির
বৈষম্য নিরসনে নারীদের মূলধারায় সম্পৃক্তের আহ্বান টিআইবির

ফাইল ছবি
জেন্ডার বৈষম্য নিরসনে নারীদের মূলধারায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, জেন্ডার সমতা অর্জনের হাতিয়ার হিসেবে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনের কৌশল প্রক্রিয়ার মূলধারায় নারীর সমঅধিকারভিত্তিক সক্রিয় অন্তর্ভুক্তি নিশ্চিতে সুনির্দিষ্ট সময়াবদ্ধ পথরেখা নিরূপণ ও বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি অনলাইনে সহিংসতা ও নির্যাতন থেকে নারীর সুরক্ষা নিশ্চিতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দক্ষতা ও সক্রিয়তা বৃদ্ধি করতে হবে এবং সার্বিকভাবে নারী অধিকার সুরক্ষার অন্যতম প্রতিবন্ধকতা দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের ঘোষিত প্রতিপাদ্যের সঙ্গে একাত্ম হয়ে আমরা বিশ্বাস করি, ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন কৌশল প্রক্রিয়ার মূলধারায় নারীর সমঅধিকারভিত্তিক সক্রিয় অন্তর্ভুক্তি নিশ্চিতে সুনির্দিষ্ট সময়াবদ্ধ পথরেখা নিরূপণ ও বাস্তবায়ন করতে হবে। অন্যথায় প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশে নারীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব হবে না; বরং তারা আরও পিছিয়ে পড়বে।
তিনি বলেন, নির্ভরযোগ্য গবেষণা থেকে আমরা দেখতে পাচ্ছি, ফ্রিল্যান্সিং বা অনলাইন শ্রমশক্তিতেও নারীর অংশগ্রহণ বাড়ছে। তবে দেশের অনলাইন শ্রমশক্তির অংশগ্রহণ ২০১৪ সালে মাত্র ৯ শতাংশ থেকে বেড়ে ১৬ দশমিক ৯ শতাংশ হলেও প্রত্যাশিত মানের সমতা অর্জনে এখনও নারীরা অনেক পিছিয়ে রয়েছেন। বিশেষ করে প্রযুক্তি ও উদ্ভাবনে নারীর অংশগ্রহণে জেন্ডার বৈষম্য এখনও প্রকট।
মন্তব্য করুন