দেশের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান প্লাস্টিকমুক্ত করতে কাজ করবে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)। মঙ্গলবার এক চিঠিতে তাদের কাজটি করার অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

প্রতিষ্ঠানগুলো হলো– ঢাকার লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ ও সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, রংপুরের রংপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ও রংপুর জিলা স্কুল, রাজশাহী নগরীর লক্ষ্মীপুর গার্লস হাই স্কুল ও রাজশাহী কলেজিয়েট স্কুল, খুলনার গভর্নমেন্ট করোনেশন সেকেন্ডারি গার্লস স্কুল ও খুলনা ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, সিলেটের হযরত ওমর ফারুক (র.) একাডেমি ও সিলেট গভর্নমেন্ট পাইলট হাই স্কুল।

চিঠিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার উদ্যোগ’ প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য শর্ত সাপেক্ষে এসডোকে সম্মতি দেওয়া হলো।

মাউশি সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। আপাতত ১০টি প্রতিষ্ঠানে এ কাজ শুরু করা হলো। যেসব শর্তে প্লাস্টিকমুক্ত করার অনুমতি দেওয়া হয়েছে, সেসবের মধ্যে রয়েছে– শ্রেণি কার্যক্রম/ক্লাস রুটিনে কোনো প্রকার বিঘ্ন ঘটবে না মর্মে প্রত্যয়নপত্র দিতে হবে; এই কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন তিন মাস পরপর মাউশি অধিদপ্তরে পাঠাতে হবে; সরকারি পরিপত্র/নীতিমালা এবং শিক্ষা মন্ত্রণালয়/মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক হয়– এমন কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না; শুরু থেকে শেষ পর্যন্ত প্রকল্পের সব কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার দু’জন কর্মকর্তাকে সংযুক্ত রেখে সম্পাদন করতে হবে।