- বাংলাদেশ
- ‘বিশ্ব শিশু পুরস্কার’ দৌড়ে বাংলাদেশের রেজোয়ান
‘বিশ্ব শিশু পুরস্কার’ দৌড়ে বাংলাদেশের রেজোয়ান

মোহাম্মদ রেজোয়ান ও তার নৌকাস্কুলের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
ছোটদের নোবলেখ্যাত ‘বিশ্ব শিশু পুরস্কার’ দৌড়ে নির্বাচিত হয়েছেন নৌকাস্কুলের উদ্ভাবক বাংলাদেশের স্থপতি মোহাম্মদ রেজোয়ান। এছাড়া কানাডা ও ভিয়েতনামের আরও দুই ব্যক্তি ‘শিশু অধিকার নায়ক’ নির্বাচনের শীর্ষ তিনে আছেন।
এবার বিশ্বের লাখ লাখ শিশুর ভোটরে মাধ্যমে এই তিনজনের একজনকে সেরা নির্বাচন করা হবে। আর তার হাতেই উঠবে ‘বিশ্ব শিশু পুরস্কার (ডাব্লিউসিপি)-২০২৩’। বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলোয় সুইডেনভিত্তিক এই পুরস্কারকে ‘ছোটদের নোবেল প্রাইজ’ আখ্যা দেওয়া হয়।
মোহাম্মদ রেজোয়ান বেশ কয়েক বছর ধরে শিশুদের শিক্ষা নিয়ে কাজ করছেন। দেশে জলবায়ু বিপর্যয়ের কারণে ক্রমবর্ধমান বন্যা ও দারিদ্র্যের কারণে সুবিধাবঞ্চিত কন্যাশিশুদের স্কুলে পড়ালেখা শেখার অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে চলেছেন তিনি। রেজোয়ান ও তার প্রতিষ্ঠান ‘সিধুলাই স্বনির্ভর সংস্থা’ শিশুদের জন্য ২৬টি ভাসমান স্কুল প্রতিষ্ঠা করেছে, যেগুলো দেশ-বিদেশে খ্যাতি পেয়েছে রেজোয়ানের ‘নৌকাস্কুল’ নামে। বিশেষভাবে ডিজাইন করা নৌকায় ডিজিটাল শ্রেণিকক্ষের পাশাপাশি রয়েছে ভাসমান লাইব্রেরি ও স্বাস্থ্যসেবা ক্লিনিক এবং কিশোরী-তরুণীদের জন্য রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। রেজোয়ানের উদ্ভাবিত ভাসমান স্কুলের ধারণাটি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর আরও কয়েকটি দেশে বাস্তবায়ন হয়েছে।
পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া অন্য দুজন হলেন- কানাডার সিন্ডি ব্লাকস্টক ও ভিয়েতনামের থিচ নু মিন তু।
বিশ্বজুড়ে লাখো শিশুর ভোটের মাধ্যমে আগামী ৪ অক্টোবর সুইডেনের মেরিফ্রেডে গ্রিপশোলম প্রাসাদে এ তিনজনের মধ্য থেকে একজনকে সেরা নির্বাচন করা হবে। যার হাতে উঠবে ‘বিশ্ব শিশু পুরস্কার-২০২৩’। এই পুরস্কারের অর্থমূল্য সুইডিশ মুদ্রায় ৫ লাখ ক্রোনা, যা ৫০ লাখ টাকারও বেশি। এই অর্থ তিনজন শিশু অধিকার নায়ককে ভাগ করে দেওয়া হবে, যা তাদের কাজে সহায়তা করবে।
মন্তব্য করুন