- বাংলাদেশ
- আজীবন সম্মাননা নিলেন ডলি জহুর, ইলিয়াস কাঞ্চনের পক্ষে তার ভাগ্নি
আজীবন সম্মাননা নিলেন ডলি জহুর, ইলিয়াস কাঞ্চনের পক্ষে তার ভাগ্নি

বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা পেলেন ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর। বৃহস্পতিবার বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রদানকালে ডলি জহুরের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে ইলিয়াস কাঞ্চন বিদেশে অবস্থান করায় তার পক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন নায়কের ভাগ্নি জান্নাতে নূর।
অনুষ্ঠানে ২০২১ সালের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সিনেমা লাল মোরগের ঝুঁটি ও নোনাজলের কাব্য, সেরা পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত, সেরা অভিনেতা যৌথভাবে সিয়াম আহমেদ ও মীর সাব্বির মাহমুদ, সেরা অভিনেত্রী যৌথভাবে আজমেরী হক বাঁধন এবং তাসনুভা তামান্না ছাড়াও তৌকীর আহমেদ, ফজলুর রহমান বাবু, শম্পা রেজা, জয়রাজ, মিলন ভট্ট, সুজেয় শ্যাম, প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার, নির্মাতা নূরুল আলম আতিকের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
পুরস্কার গ্রহণ করে শিল্পীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন ডলি জহুর। এসময় তিনি চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
মন্তব্য করুন