- বাংলাদেশ
- এমপি পদে শপথ নিলেন জাসদের আফরোজা হক
এমপি পদে শপথ নিলেন জাসদের আফরোজা হক

সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন আফরোজা হক। ছবি: সমকাল রীনা
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্যপদে শপথ নিয়েছেন আফরোজা হক রীনা। আজ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের নিজ কার্যালয়ে তাঁকে শপথ পাঠ করান।
সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আবদুস সালাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম, ওয়াসিকা আয়শা খান এমপি, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার এমপি প্রমুখ।
এর আগে, বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন থেকে নবনির্বাচিত এ এমপির নামে গেজেট প্রকাশ করা হয়।
বিএনপির রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত আসনটিতে আফরোজা হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি জাসদের সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী। এর মধ্য দিয়ে চলমান একাদশ সংসদে সদস্য দম্পতির সংখ্যা দাঁড়াচ্ছে তিনে।
ইনু-আফরোজা দম্পতির বাইরে বর্তমান সংসদে আরও দুই দম্পতি আছেন। তাঁরা হলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও তাঁর স্ত্রী লুৎফুন্নেসা খান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তাঁর স্ত্রী শরিফা কাদের। লুৎফুন্নেসা খান ও শরিফা কাদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।
মন্তব্য করুন