‘থানা পর্যায়ে এলজিইডির প্রজেক্টের তালিকায় দেখা যায়, কার কত ভাগ, সেখানে সাংবাদিকদের নামও থাকে- যা শুনতে কষ্ট লাগে।’ বৃহস্পতিবার রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) ‘সুনীতি’ নামের স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. জহুরুল হক।

ঢাকার দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক, দুদক সচিব মো. মাহবুব হোসেন। এ সময় দুদক চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

র‍্যাক সভাপতি আহম্মদ ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জেমসন মাহবুব। এ সময় র‍্যাকের কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা বক্তব্য দেন।

দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সংবাদ প্রকাশের ক্ষেত্রে খন্ডিত তথ্য না দিয়ে পূর্ণাঙ্গ তথ্য পরিবেশন করা হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সহজ হয়।’

তিনি বলেন, ‘আপনারা সত্যকে সত্য বলবেন, সাদাকে সাদা ও কালোকে কালো বলবেন। দুর্নীতির সঠিক তথ্য তুলে ধরে এর সঙ্গে জড়িতদের আইনের মুখোমুখি করতে হবে। কেউ যেন হয়রানির শিকার না হয়, কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না। দুদক ও র‍্যাকের উদ্দেশ্য অভিন্ন। উভয়ে সত্যের পক্ষে কাজ করছে।

কমিশনার মোজাম্মেল হক খান বলেন, দুর্নীতির বিরুদ্ধে জোরালোভাবে তথ্যবহুল লেখা লিখতে হবে। র‍্যাকের স্মরণিকা ‘সুনীতি’ নিয়ে বলেন, এটি একটি মূল্যবান দলিল, এখানে অনেকের ছোট ছোট কথা আছে। কথাগুলো দুদক ইতিবাচকভাবে নেবে। এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। এখানে ভাবনার খোরাক আছে, কাউকে হয়রানি নয়, দেশের স্বর্থে লিখবেন, তাহলেই দেশ উপকৃত হবে।

দুদক কমিশনার জহুরুল হক সাংবাদিদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা ভালো সংবাদ পরিবেশন করবেন এটাই স্বাভাবিক। নেতিবাচক বলবেন, তবে নেতিবাচক দিয়ে সমাজ প্রতিষ্ঠা করা যায় না। চাঁদাবাজি সম্পর্কে বলেন, চাঁদা কোথায় নিয়ে যায়– এখন থানা লেভেলে এলজিইডির যে প্রজেক্ট থাকে সেই প্রজেক্টের লিস্টে দেখা যায় কার কত ভাগ। এখানে সাংবাদিকদেরও ভাগ থাকে। যা শুনতে কষ্ট লাগে, কিন্তু এটাই বাস্তবতা। র‍্যাকের ভেতরে এ ধরনের ঘটনা নেই– এটা শুনতে ভালো লাগে।

দুদক সচিব মাহবুব হোসেন র‍্যাকের সাফল্য কামনা করে সংগঠনের সব সদস্যকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। র‍্যাক সভাপতি আহম্মদ ফয়েজ বলেন, মানুষের কাছ থেকে অনুদান না নিয়ে নিজেরা পরিশ্রম করে একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারে র‍্যাক তারই উদাহরণ। সততা ও নিষ্ঠার সঙ্গে র‍্যাকের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন র‍্যাকের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মাহবুব সৈকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকা রহমান।