- বাংলাদেশ
- হামলার শিকার যুবলীগ নেতা
হামলার শিকার যুবলীগ নেতা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল মামুন দেওয়ান নামের এক যুবলীগ নেতার ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় তাঁকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।
আল মামুন একই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁর বড় ভাই মো. ইমরান দেওয়ান বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কোবাগা গ্রামের আব্দুল জব্বারের সঙ্গে একই এলাকার বাসিন্দা আল মামুন দেওয়ানের নানা বিষয় নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে বুধবার সন্ধ্যায় দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে জব্বারের নেতৃত্বে চার-পাঁচজন মামুনকে মারধর শুরু করে। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
আব্দুল জব্বার এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ওপর মামুন প্রথমে হামলা করে। এক পর্যায়ে মামুন লাঠি দিয়ে আমাকে আঘাত করলে খুঁটিতে ধাক্কা লেগে সেটা তাঁর (মামুন) মাথায় আঘাত করে।’
এ ঘটনায় অভিযোগ নেওয়ার বিষয় নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, তদন্ত করে পুলিশ ব্যবস্থা নেবে।
মন্তব্য করুন