- বাংলাদেশ
- ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে’
‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে’

ফাইল ছবি
আগামীর বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ। এ জন্য এখন থেকেই শিক্ষার্থীদের তৈরি হতে হবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিশেষ দক্ষতা অর্জন করতে হবে, যেন কর্মক্ষেত্রে সেই দক্ষতা কাজে লাগানো যায়। তরুণদের হাতেই আগামীর বাংলাদেশের অপার সম্ভাবনা।
আজ শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কেন্দ্রীয় মিলনায়তনে আন্তর্জাতিক সেমিনার এবং পরিসংখ্যান উৎসবে (স্ট্যাট ফেস্ট) ক্যারিয়ার কথনে বক্তারা এ মন্তব্য করেন। অনুষ্ঠানে অধ্যাপক ড. জামাল উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের চেয়ার ও অধ্যাপক ড. আহমেদ কবির, কো-চেয়ার অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন এবং বিভাগের প্রধান অধ্যাপক ড. রহমত আলী।
ক্যারিয়ার কথনে অ্যাকচুয়ারি বাংলাদেশ এর সিইও আহমদ ইমরান লস্কর বলেন, তরুণ শিক্ষার্থীদের দক্ষভাবে গড়ে উঠতে হবে।
বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কথা বলেন ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডিরত মেহেদী হাসান। তিনি বলেন, উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনের শুরু থেকে বিশ্বের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের খোঁজ নেওয়া এবং সেভাবে নিজেকে তৈরি করা।
ইউসিবিএল ব্যাংকের সিলেট অঞ্চলের প্রধান আমিনুল হক বলেন, সিভি (বায়োডাটা) তৈরির বিষয়ে শিক্ষার্থীদের সর্তক থাকতে হবে। পাশাপাশি শিক্ষা জীবনে যে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।
এছাড়াও ক্যারিয়ার কথনে বক্তব্য দেন সাবেক শিক্ষার্থী ও দৈনিক সমকালের যুগ্ম বার্তা সম্পাদক রমাপ্রসাদ বাবু, সাবেক শিক্ষার্থী আহাদুর রহমান আহাদ।
এদিকে সকাল থেকে বিভাগের বারান্দার পোস্টার প্রেজেন্টেশন, গ্যালারি রুমে কুইজ এবং প্রবলেম সলভিং প্রতিযোগিতা হয়। দুই দিনব্যাপী এ আয়োজনে আগামীকাল রোববার আন্তর্জাতিক সেমিনার হওয়া কথা রয়েছে। এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ‘দৈনিক সমকাল’ এবং ‘চ্যানেল টোয়েন্টিফোর’।
মন্তব্য করুন