- বাংলাদেশ
- রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ভারত ও প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে। এ সময় তাঁরা উখিয়ার তিনটি ক্যাম্প পরিদর্শন করেন ও বিভিন্ন সংস্থার কার্যক্রমের খোঁজখবর নেন। তাঁরা রোহিঙ্গা নারী-শিশুর সঙ্গে কথা বলেন।
শনিবার সকালে বিমানে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা। সেখান থেকে প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা উখিয়ায় পৌঁছান।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ট্রিভেলিয়ানের ব্যক্তিগত সহকারী শাওমা মহাপত্র, ঢাকায় যুক্তরাজ্য দূতাবাসের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন ও ঢাকায় মিয়ানমার দূতাবাসের পরিচালক বারীকুল ইসলাম।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে উখিয়ার ৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন। পরে তাঁরা ১৮ ও ২০ নম্বর এক্সটেনশন ক্যাম্প পরিদর্শন করেন। তিনি জানান, পরিদর্শন ছাড়াও তাঁরা ক্যাম্পে বিভিন্ন সংস্থার কার্যক্রমের খোঁজ-খবর নেন। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে কথা বলেন। তাঁরা বিকেলে ঢাকায় ফিরে যান।
মন্তব্য করুন