প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫০ থেকে ৮০টির মতো আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের। তাঁর দাবি, এখন পর্যন্ত ইভিএমে যতগুলো নির্বাচন হয়েছে, তা নিয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

আজ শনিবার কক্সবাজার শহরের একটি হোটেলে ‘নির্বাচনী ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার : চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, রাজনৈতিক দলগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে নির্বাচনে ভারসাম্য সৃষ্টি হতো। নির্বাচন ও রাজনৈতিক সংস্কৃতিতে কিছু সমস্যা রয়েছে। নির্বাচন যতই শান্তিপূর্ণ আর সুষ্ঠু হোক, জয়লাভ করতে পারলে নির্বাচন ঠিক আর জিততে না পারলে সব কিছু বেঠিক– এমন সংস্কৃতির পরিবর্তন দরকার। এ নিয়ে নির্বাচন কমিশনকে এককভাবে দায়ী করে লাভ নেই।

তিনি বলেন, ভোটাররা যদি ভোট দিতে না পারেন, তাঁদের যদি প্রতিহত করা হয়, ভোটকেন্দ্রে যদি তাঁদের অধিকার খর্ব করা হয়, তাহলে এ ব্যর্থতার দায় ইসিকে নিতে হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।