ইংল্যান্ডের বিপক্ষে কোনো সংস্করণের ক্রিকেটে নেই দ্বি-পাক্ষিক সিরিজ জয়ের উৎসব। সেই আক্ষেপ অবসানের আবহ এখন মিরপুরে। ইতোমধ্যে ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে স্বাগতিকরা। আজ জিতলেই লেখা হবে নতুন ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো সংস্করণের ক্রিকেটে প্রথম সিরিজ জয়ের উৎসব করবে বাংলাদেশ।

গতকাল দলের প্রতিনিধি হয়ে পেসার হাসান মাহমুদ সংবাদ সম্মেলনে শুনিয়েছেন আশার কথা। আজ সিরিজ জিতে ইতিহাস গড়তে চান তারা। হাসান মাহমুদের মতে বাংলাদেশের সেরা দল এটি, 'এ মুহূর্তে আমাদের টি২০ দলে অন্যতম সেরা খেলোয়াড়দের আমি দেখছি। খুবই উজ্জীবিত সবাই, মাঠে খুবই এফোর্ট দেয় শেষ পর্যন্ত। এটা যদি আমরা ধরে রাখতে পারি, এই ব্যাচটাকে এগিয়ে নিতে পারি, তাহলে আমি মনে করি টি২০ হোক বা ওয়ানডে, যে কোনো ফরম্যাটে আমরা এগিয়ে থাকব সবার থেকে।'

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের ছন্দে খেলে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বাজিমাত করতে চান হাসান মাহমুদরা, 'আমি মনে করি, মিরপুরে যেহেতু খেলা, ভালো উইকেটই হবে। এখন পর্যন্ত আমরা খুব ভালো খেলেছি। ওদের চট্টগ্রামে হারিয়েছি। চেষ্টা থাকবে এখানেও ওদের হারানোর। প্রথম ম্যাচে যেহেতু হারিয়েছি, ছন্দটা আমাদের দিকে। চেষ্টা থাকবে সেটা ধরে রাখার।' 

স্বাগতিক ক্রিকেটারদের ফুসফুস আত্মবিশ্বাসের বাতাসে পূর্ণ থাকলেও ইংল্যান্ড সহজে ছেড়ে দেওয়ার মতো দল নয়। সিরিজ বাঁচাতে আজ মরিয়া হয়ে খেলবেন তারা। সিরিজ জিততে হলে সাকিবদের তাই খেলতে হবে নির্ভুল ক্রিকেট। কারণ, এই ম্যাচটি জিতলে ইতিহাস হবে দেশের ক্রিকেটে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারাবে প্রথম সিরিজেই। অবশ্য ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় সিরিজের শেষ ম্যাচেও ইতিহাস গড়ার সুযোগ রয়েছে টাইগারদের।

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। মিরপুরেও আজ তিন পেসার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী দ্বিতীয় টি২০ ম্যাচে ১১ জন অপরিবর্তিত থাকতে পারে। দল সূত্রে জানা গেছে, মিরপুরের পিচও স্লো এবং লো হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:  রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।