মামার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরে গিয়েছিল মাদরাসাছাত্র মো. জিসান ওরফে বাঁধন (১৪)। বিয়ের পর মামা-মামীর সঙ্গে মাইক্রোবাসে ঢাকায় ফিরছিল সে। পথে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় নেমে মূত্রত্যাগের জন্য রেললাইনের পাশে যায় জিসান। এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ রোববার সকালে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

শিশুটির মামা মো. সোহাগ জানান, ভোলার তজমুদ্দিন উপজেলায় পরিবারের সঙ্গে থাকত জিসান। স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ত। তার বাবার নাম বাবুল মিয়া। চার ভাইয়ের মধ্যে সে ছিল বড়। ছোট মামা অপুর বিয়ের অনুষ্ঠান শেষে তাদের মাইক্রোবাসে গাজীপুর থেকে ঢাকার সদরঘাটে যাচ্ছিল জিসান। সেখান থেকে লঞ্চে গ্রামে ফেরার কথা ছিল। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সঙ্কটাপন্ন অবস্থায় জিসানকে হাসপাতালে আনা হয়। পরে সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।