নেতাকে অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ফরিদপুরে প্রতিবাদ সভা করেছে পৌর আওয়ামী লীগ। রোববার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে এ সভা হয়। ব্যানারে লেখা ছিল– ‘রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি, জেলা ছাত্রলীগের সহসভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামানকে সন্ত্রাসী দ্বারা প্রাণনাশের হুমকির প্রতিবাদে’ সভা।

এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান। বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাহতাব আলী, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর ইকবাল আহমেদ, ইমরান সিজার ও ১০ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান।

বক্তারা বলেন, বর্তমানে ফরিদপুরে রাজনীতির সুষ্ঠু পরিবেশ নেই। কিছুদিন আগে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হোসেন মিঠুর বাড়িতে বোমা হামলা হয়েছে। শনিবার মনিরুজ্জামানকে অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এভাবে চলতে দেওয়া যায় না। বক্তারা জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ঘটনার বর্ণনায় মনিরুজ্জামান জানান, রাত ১২টার দিকে তিনি শহর থেকে আলীপুরে নিজ বাড়িতে রিকশায় ফিরছিলেন। আলীপুর গোরস্তান পার হওয়ার পর হেলমেটধারী সাত-আটজন তাঁর রিকশার গতি রোধ করে। তারা তাঁর মাথার দুই পাশে পিস্তল ঠেকিয়ে ‘বেশি বাড়াবাড়ি’ না করার পরামর্শ দেয়। তারা পিস্তলের পেছনের অংশ দিয়ে তাঁর মুখ ও মাথায় আঘাত করে। যাওয়ার সময় সন্ত্রাসীরা তাঁকে হুমকি দেয়– ‘আজ ছেড়ে দিলাম। বাড়াবাড়ি করতে থাকলে প্রাণ নিয়ে বাড়ি যেতে হবে না।’

মনিরুজ্জামান জানান, তিনি বাড়িতে ফিরে ফরিদপুর কোতোয়ালি থানার ওসিকে বিষয়টি জানিয়েছেন। হেলমেট পরা থাকলেও তিনি কয়েকজনকে চিনতে পেরেছেন বলে দাবি করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল বলেন, মনিরুজ্জামান তাঁকে ঘটনার রাতেই ফোনে বিষয়টি জানিয়েছেন। একজনের নামও বলেছেন। ওই ব্যক্তিকে আটকের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।