বিএনপির সঙ্গে নির্বাচনের আগে সংলাপ করবেন কি না- সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংলাপ কার সাথে করব? কেউ কি পারবেন মা-বাবার হত্যাকারীদের সাথে বৈঠক করতে? যেটুকু সহ্য করেছি, সব দেশের জন্য। 

তিনি বলেন, ১৫ আগস্ট আমার বাবা-মায়ের হত্যাকারী, গ্রেনেড হামলা করে আইভি রহমানসহ আমাকে হত্যার চেষ্টা, বোমা হামলা করে আমাকে হত্যাচেষ্টা যারা করেছে, তাদের সঙ্গে আমি বসেছি শুধু দেশের স্বার্থে। শুধু তাই না, খালেদা জিয়ার ছোট ছেলে মারা গেলে আমি গেলাম একজন সন্তানহারা মাকে সহানুভূতি জানাতে। আমাকে কীভাবে অপমানটা করল? যারা এইটুকু ভদ্রতা জানে না তাদের সঙ্গে বৈঠকের কী আছে? কেউ পারবেন? 

সদ্য সমাপ্ত কাতার সফর নিয়ে আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমি সংলাপ করেছি। তার রেজাল্টটা কী? নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ছাড়া আর কিছুই করেনি। টাকা খেয়ে ৩০০ আসনে ৭০০ নমিনেশন দিয়ে নিজেরাই নিজেদেরকে নির্বাচন থেকে সরে প্রশ্নবিদ্ধ করেছে। 

শেখ হাসিনা বলেন, অসুস্থ (খালেদা জিয়ার) বয়স্ক মানুষের বোন-ভাই এসে যখন আকুতি করল, তার সাজা স্থগিত করে বাসায় থাকা ও চিকিৎসার সুযোগ করে দিয়েছি। এটুকু যে করেছি সেটাই যথেষ্ট। সন্ত্রাস করা ছাড়া তো তাদের আর কোনো ক্ষমতা নেই। এইটুকু সহানুভূতি যে পেয়েছে, সেটা আমার জন্য। 

গত ৮ মার্চ প্রধানমন্ত্রী কাতার সফর শেষে দেশে ফেরেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ কাতার সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সফরকালে প্রধানমন্ত্রী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কাতার থেকে এলএনজি আমদানি, প্রবাসী শ্রমিকদের ইস্যুসহ দুই দেশের দ্বি-পক্ষীয় সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলাপ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কোরোসি, কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেইখা মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি।