- বাংলাদেশ
- বিএনপি নেতাকে গ্রেপ্তারে বাধা দিয়ে ছাত্রলীগ নেতা কারাগারে
বিএনপি নেতাকে গ্রেপ্তারে বাধা দিয়ে ছাত্রলীগ নেতা কারাগারে

গতকাল রোববার রাতে টঙ্গী বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। সাব্বির ৫৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
জানা গেছে, টঙ্গী পূর্ব থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা শিশির সরকারকে গতকাল রোববার রাতে গ্রেপ্তার করতে যায় পুলিশ। এ সময় ছাত্রলীগের নেতা সাব্বির মদ্যপান করে মাতাল অবস্থায় শিশির সরকারের সঙ্গে ছিলেন। শিশিরকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় সাব্বির পুলিশকে বাধা দেন। পরে তাঁদের দু’জনকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু বলেন, সাব্বির আগের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ওয়ার্ডে নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাব্বিরের বিরুদ্ধ পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সোমবার দুপুরে গ্রেপ্তার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন