- বাংলাদেশ
- ত্রিদেশীয় ফুটবল খেলতে বাংলাদেশে আসছে না ব্রুনাই
ত্রিদেশীয় ফুটবল খেলতে বাংলাদেশে আসছে না ব্রুনাই

ছবি: ফাইল
ঘরের মাঠে ব্রুনাই, সিশেলস এবং স্বাগতিক বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে ব্রুনাই জাতীয় ফুটবল দল বাংলাদেশ সফরে না আসার কথা জানিয়েছে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ব্রুনাই না আসায় বাংলাদেশ এবং সিশেলস দুটি ম্যাচ খেলবে।
ফিফার আন্তর্জাতিক বিরতিতে ২০ ও ২৮ মার্চ পর্যন্ত ব্রুনাই, সিশেলস ও বাংলাদেশের মধ্যে তিন জাতীর ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যাচগুলো সিলেট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।
বাফুফে জানিয়েছে, ব্রুনাই না আসায় ফিফার আন্তর্জাতিক বিরতিতে যে দুটি ম্যাচ বাংলাদেশের খেলার কথা ছিল তা সিশেলসের বিপক্ষে খেলা হবে। বাফুফের সভায় এমনটাই সিদ্ধান্ত হয়েছে। নির্ধারিত সময়েই ম্যাচ খেলতে সিশেলস বাংলাদেশ সফরে আসবে বলেও নিশ্চিত করা হয়েছে।
সিশেলসের বিপক্ষে বাংলাদেশ ২৫ মার্চ প্রথম এবং ২৮ মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে। ম্যাচ দুটি পূর্ব নির্ধারিত ভেন্যু সিলেটে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন