- বাংলাদেশ
- স্ত্রীসহ মির্জা আব্বাসের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
স্ত্রীসহ মির্জা আব্বাসের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

আদালত প্রাঙ্গণে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। ছবি- সংগৃহীত
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান আজ বুধবার তাদের উপস্থিতিতে চার্জশিট গ্রহণ করেন।
পরবর্তীতে বিচারের জন্য মামলাটি বিশেষ জজ-৬ এ বদলির আদেশ দেন আদালত। এর পাশাপাশি চার্জ গঠনের ওপর শুনানির জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেন আদালত।
এদিন মির্জা আব্বাস ও তার স্ত্রী আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করলে শর্তসাপেক্ষে তাদের জামিন মঞ্জুর করেন আদালত।
এর আগে গত বছর ২৭ ডিসেম্বর আদালতে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোহা. নুরুল হুদা। অবৈধভাবে ২০ কোটি ৭৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ৭ জুলাই শাহজাহানপুর থানায় মামলা করে দুদক। মামলার পর হাইকোর্ট থেকে জামিন পান ওই দম্পতি।
অভিযোগপত্রে বলা হয়েছে, মির্জা আব্বাস ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত এমপি, মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এসব পদে থাকার সুবাদে তিনি স্ত্রী আফরোজা আব্বাসের নামে সম্পদ অর্জন করেন।
মন্তব্য করুন