- বাংলাদেশ
- বিস্ফোরণের ঘটনায় সীমা অক্সিজেন প্লান্টের পরিচালক রিমান্ডে
বিস্ফোরণের ঘটনায় সীমা অক্সিজেন প্লান্টের পরিচালক রিমান্ডে

সীমা অক্সিজেন প্লান্টের পরিচালক পারভেজ উদ্দীন
আজ বুধবার তাঁকে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর আদালতে তোলা হয়। পরে শিল্প পুলিশের তদন্ত কর্মকর্তা তাঁর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৪ মার্চ কদমরসুলপুর এলাকায় ওই অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ ঘটে। এতে সাতজন নিহত হন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাত পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার এক দিন পর দায়িত্বে অবহেলার অভিযোগে পরিচালক পারভেজসহ ১৬ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শিল্প পুলিশের পরিদর্শক মো. শামসুদ্দিন বলেন, সীতাকুণ্ডে বিস্ফোরণের মামলায় সীমা অক্সিজেন লিমিটেডের পরিচালক পারভেজকে সাত দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি মোড় থেকে পারভেজকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ চট্টগ্রাম-৩-এর একটি ইউনিট।
মন্তব্য করুন