- বাংলাদেশ
- ভিসিকে দায়িত্ব পালন ও সুযোগ-সুবিধা দিতে বলল ইউজিসি
লিডিং ইউনিভার্সিটি
ভিসিকে দায়িত্ব পালন ও সুযোগ-সুবিধা দিতে বলল ইউজিসি

সিলেটের বেসরকারি লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক কাজী আজিজুল মওলাকে দায়িত্ব পালন এবং সব ধরনের সুযোগ-সুবিধা দিতে ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
গত সোমবার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পপতি রাগীব আলীকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ওমর ফারুখ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ভিসিকে কাজ করতে বাধা দেওয়া ও বিনা বেতনে ছুটি গ্রহণের পরামর্শ বোর্ড অব ট্রাস্টিজের কর্তৃত্ববহির্ভূত এবং রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্যের এখতিয়ার অবমাননার শামিল।
অনুমোদিত ছুটি শেষে গত ১৬ ফেব্রুয়ারি ক্যাম্পাসে গেলেও উপাচার্য আজিজুল মওলাকে যোগদান করতে দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এক চিঠিতে তাঁকে ছয় মাস থেকে এক বছরের ছুটিতে যাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোষাধ্যক্ষ ও প্রাক্তন অতিরিক্ত সচিব বনমালী ভৌমিককে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেয়।
আজিজুল মওলাকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার পাশাপাশি গত সোমবার তাঁর কক্ষে তালা দেওয়া হয়। এর প্রতিবাদ জানিয়ে ওই দিনই তিনি কার্যালয়ের সামনে অবস্থান নেন।
আজিজুল মওলা সমকালকে জানান, ইউজিসির চিঠি পাওয়ার পর তিনি কাজে যোগদান করেন। বুধবার দিনভর কাজ করেছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ যোগদানকে ভালোভাবে নেয়নি। যদিও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানের সঙ্গে এখনও কোনো কথা হয়নি বলে জানান তিনি।
মন্তব্য করুন