কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রক্টরের পদত্যাগ ও তিন শিক্ষার্থীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং বিচারসহ পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলনের ৮ম দিন শেষ হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্বালন করে শান্তি সমাবেশের মাধ্যমে দাবি পূরণের জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনকেও আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করার আহ্বান জানান।

শান্তি সমাবেশে আন্দোলনের মুখপাত্র রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার আটদিন পেরিয়ে গেছে এখনো কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয়। আমরা নিশ্চিত করতে চাই, আমাদের দাবি যতক্ষণ না আদায় হবে, ততদিন পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলতে থাকবে। দাবি আদায় করেই ঘরে ফিরবো আমরা।

এদিকে বৃহস্পতিবার ‘কনসার্ট ফর জাস্টিস’ নামে সাংস্কৃতিক প্রতিবাদের আয়োজন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বাস মাঠে প্রতিবাদী এ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, গত ৮ মার্চ কুবির তিন শিক্ষার্থীকে প্রধান ফটকের সামনেই ছাত্রদল নেতাকে দিয়ে মারধর করে ছাত্রলীগের প্রক্টর সমর্থিত অংশ। হামলার শিকার ছাত্রলীগের ক্যাম্পাস অংশের নেতারা দাবি করছেন, ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর ইন্ধনেই তাদেরকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে। এরপরই প্রক্টরের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন তারা।