- বাংলাদেশ
- শাবিতে ক্লাসে ব্যাগ রাখা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
শাবিতে ক্লাসে ব্যাগ রাখা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

চিকিৎসাধীন শিক্ষার্থী জিষ্ণু চক্রবর্তী - সমকাল
ক্লাসে ব্যাগ রাখা নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বাংলা বিভাগে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ওই বিভাগের আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে বাংলা বিভাগের ক্লাস রুমে এই ঘটনা ঘটে।
মারধরের শিকার বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীর নাম জিষ্ণু চক্রবর্তী। একই ব্যাচের অভিযুক্ত শিক্ষার্থী গুলশান আহমেদ। ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাংলা বিভাগের ৪০৬ নম্বর রুমে ক্লাস শুরুর আগে জিষ্ণু ব্যাগ রেখে বাহিরে যান। পরে ক্লাস রুমে ফিরে দেখেন তার ব্যাগ নিচে পড়ে আছে। এ নিয়ে তখন সেখানে বসে থাকা গুলশানের সঙ্গে জিষ্ণুর কথা কাটাকাটি হয়। ক্লাস শেষে রুম থেকে শিক্ষক বের হওয়ার পরপরই গুলশান এলোপাতাড়ি জিষ্ণুকে মারধর করতে থাকেন। পরে ক্লাসে থাকা অন্যান্য শিক্ষার্থীরা থামানোর চেষ্টা করেন। তারা জানান, ঘাড়, মুখে, বুকে এবং মাথায় আঘাত পাওয়ায় জিষ্ণুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গুলশান আহমেদের ফোনে একাধিক যোগাযোগের চেষ্টা করা হলে, তার ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা বলেন, ‘জানার সঙ্গে সঙ্গে বিষয়টি প্রক্টরকে অবগত করেছি। প্রক্টর যথাযথ ব্যবস্থা নিবেন।’
প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘ওই বিভাগের প্রধান বিষয়টি আমাকে টেলিফোনে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন