টানা তৃতীয়বারের মতো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি নির্বাচিত হলেন জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার রুয়ান্ডার কিগালিতে ফিফার কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন এই সুইস আইনজীবী।

নতুন মেয়াদে ২০২৭ সাল পর্যন্ত ফিফা প্রধানের দায়িত্ব পালন করবেন ইনফান্তিনো। ৫২ বছর বয়সী ইনফান্তিনো ২০১৬ সালে তৎকালীন সভাপতি সেপ ব্লাটারের কাছ থেকে ফিফা প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। আজ ২১১টি সদস্য দেশের প্রতিনিধিদের উচ্ছসিত প্রশংসার মধ্য দিয়ে তৃতীয় মেয়াদে ফিফা প্রধান নির্বাচিত হলেন।

নতুন করে দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইনফান্তিনো বলেন, 'আমি সবাইকে ভালোবাসি। যারা আমাকে ভালোবাসে, আমি জানি এ সংখ্যা অনেক বেশি। আর যারা আমাকে ঘৃণা করে, তাদেরও। যদিও আমি জানি যে এ সংখ্যা অনেক কম।'

ফিফার নিয়ম অনুযায়ী, এই পদে কোনো ব্যক্তি চার বছর করে সর্বোচ্চ তিন মেয়াদে থাকতে পারবেন। কিন্তু ইনফান্তিনো প্রথম তিন বছর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছিলেন। তাই তার সামনে ২০৩১ সাল পর্যন্ত এই পদে থাকার সুযোগ রয়েছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর তিনি ঘোষণা দিয়েছেন আগামী চার বছরে ১১ বিলিয়ন ডলার রাজস্ব আয় করবে ফিফা

এদিন এক বিবৃতিতে পুনঃনির্বাচিত ফিফা সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।