জনপ্রিয় এইচবিও সিরিজ দ্য ওয়্যার’র সেড্রিক ড্যানিয়েলস খ্যাত অভিনেতা ল্যান্স রেডিক (৬০) মারা গেছেন। খবর: বিবিসি’র।

অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র জন উইকে শ্যারন চরিত্রে অভিনয় করেও ব্যাপক জনপ্রিয়তা পান ল্যান্স রেডিক।

স্থানীয় সময় শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে স্বাভাবিক মৃত্যু হয় ল্যান্স রেডিকের।

২৫ বছরের অভিনয় জীবনে রেডিক বহু চলচ্চিত্র-সিরিজে কাজ করেছেন। রেডিক ভাল গীতিকারও ছিলেন।