ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হলো দেশের অন্যতম বৃহৎ ব্র্যান্ড মার্কেটিং সেমিনার ‘ডানো ব্র্যান্ডটক ৪.০ পাওয়ার্ড বাই স্বপ্ন অ্যান্ড দারাজ’। ‘স্টোরিজ অব পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন’ থিম নিয়ে গতকাল শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর গুলশানে হোটেল রেনেসাঁ ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে ১৫ জন মার্কেটিং পেশাজীবী এবং উদ্যোক্তা তাদের অভিজ্ঞতার আলোকে বর্তমান বৈশ্বিক প্রতিকূলতায় ব্যবসায়িক সাফল্য ও তার ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে মার্কেটিং বিশেষজ্ঞ অধ্যাপক ড. মিজানুর রহমান, রবির প্রাক্তন সিইও মাহতাব উদ্দিন আহমেদ, এড-ফিনিক্স’র সহপ্রতিষ্ঠাতা ও সিইও লুতফি চৌধুরী, বিজ্ঞাপন নির্মাতা গাউসুল আলম শাওন, এইচটিটিপুল’র পার্টনার ডিরেক্টর মুনাফ মুজিব চৌধুরী, এসিআই ফুডস লিমিটেডের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন,নেসলে বাংলাদেশ লিমিটেডের বিক্রয় প্রধান সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, এশিয়া মার্কেটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আশরাফ বিন তাজ, স্বপ্ন সুপার শপের এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির নাসির, অ্যারিস্টো করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল হাকিম শান্ত, রেকিট বেনকাইজার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর নুসরাত জাহান, এজাইল মাইন্ডস গ্রুপের ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার জিশান কিংশুক হক এবং বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধূরীসহ ১৫ জন ব্র্যান্ড-মার্কেটিং পেশাজীবী তাদের মতামত উপস্থাপন এবং অভিজ্ঞতা শেয়ার করেন। প্রায় ২৫০ জন মার্কেটিং, বিজ্ঞাপন, মিডিয়া, বাজার গবেষণা পেশাজীবী এবং মার্কেটিংয়ের শিক্ষক-ছাত্রছাত্রীরা যোগ দেন এই ব্র্যান্ডটকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘সবসময় তিন প্রকার ম্যানেজমেন্টের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে- ডিমান্ড ম্যানেজমেন্ট, ডিফারেন্স ম্যানেজমেন্ট,

ও রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আমরা যারা মার্কেটিংয়ে জড়িত, তাদের কাজ হলো কাস্টমারদের খুশি করা। কাস্টমারের প্রতি মনোযোগী হলেই বার বার কাস্টমার ফিরে আসবে, এই কাস্টমার এটেনশনের কাজটাই আমাদের করতে হবে। সম্পর্ক তৈরি করা এবং সম্পর্ক টিকিয়ে রাখাই হলো মার্কেটিংয়ের রিলেশনশিপ ম্যানেজমেন্ট।’

ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, ‘যুদ্ধ এবং তাঁর প্রেক্ষিতে মূল্য বৃদ্ধির এই সংকটকালে ব্র্যান্ডগুলো অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবসায়ের বিদ্যমান রিসোর্স ব্যবহার করে কিভাবে সর্বোচ্চ সুবিধা পেতে পারে তার বিস্তারিতই আলোচনা হয়েছে এবারের ব্র্যান্ডটকে।’

আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং প্রধান গালিব বিন মোহাম্মাদ এবং দারাজ বাংলাদেশের প্রধান মার্কেটিং অফিসার তালাত মামুন ব্র্যান্ডটকের সাথে নিজেদের সংযুক্তির কথা তুলে ধরে বর্তমান প্রেক্ষাপটে ব্যবসার অবস্থা ও উন্নতির জন্য এমন একটি সেমিনারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

২০১৯ সালে রাজধানীর গুলশানে হোটেল আমারিতে প্রথম আয়োজিত হয় ব্র্যান্ডটক।

এবারের ডানো ব্র্যান্ডটক ৪.০ পাওয়ার্ড বাই স্বপ্ন অ্যান্ড দারাজের প্লাটিনাম পার্টনার নগদ, ইস্পাহানি, গুডলাক এবং ফগ। এই আয়োজনের ফ্যাশন পার্টনার ইয়োলো, হেলথকেয়ার পার্টনার প্রাভা হেলথ, গ্রোসারি পার্টনার এসিআই পিওর, বিস্কুট পার্টনার বেকম্যান’স, ইলেক্ট্রনিক্স পার্টনার ওয়ালটন, ড্রিংস পার্টনার এসএমসি প্লাস, টিস্যু পার্টনার পারটেক্স ক্লিন টিস্যু, স্ন্যাক্স পার্টনার ডানকেক, পেমেন্ট পার্টনার নগদ, ইন্স্যুরেন্স পার্টনার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, আইস্ক্রিম পার্টনার ইগলু, অর্গানিক পার্টনার অর্গানিক কেয়ার, ক্যারিয়ার পার্টনার ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ, বেভারেজ পার্টনার পেপসি এবং নলেজ পার্টনার ছিল রকমারি।

বিষয় : ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ ব্র্যান্ডটক ৪.০ ব্র্যান্ড মার্কেটিং সেমিনার

মন্তব্য করুন