- বাংলাদেশ
- ঢাবির সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়
ঢাবির সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থী ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’ নিরঙ্কুশ জয় পেয়েছে।
রোববার বিকেল সাড়ে তিনটায় নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করেন।
আওয়ামীপন্থী ২৫ জন বিজয়ী হলেন- অধ্যাপক আশফাক হোসেন (১১৯৭৬ ভোট), অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী (১১৮৩৩ ভোট), ডা. নুজহাত চৌধুরী (১১৭৬০ ভোট), অধ্যাপক অসীম কুমার সরকার (১১৪২৩ ভোট), এম আর এম মনজুরুল আহসান বুলবুল (১১৫১২ ভোট), এ এইচ এম এনামুল হক চৌধুরী, এইচ. এম. বদিউজ্জামান (১১৫৬৪ ভোট), এস এম বাহলুল মজনুন (১১৫৮২ ভোট), অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ (১১১৭২ ভোট) ও নিজাম চোধুরী (১০৯৬৫ ভোট)।
আরও আছেন অধ্যাপক মীর্জা মো. আব্দুল বাছেত (১১৩৩৯ ভোট), মুহাম্মদ শফিক উল্যা (১০৭৬০ ভোট), অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী (১০৭০৬ ভোট), ইকবাল মাহমুদ বাবলু (১১১৬৯ ভোট), ডা. মোহাম্মদ হোসেন (১০৯৫৫ ভোট), এম অহিদুজ্জামান (১১৬৮৩ ভোট), মো. আতাউর রহমান প্রধান (১১৫৭৫ ভোট), অধ্যাপক মো. আনোয়ার হোসেন (১১১৭ ভোট), ডা. মো. কামরুল হাসান মিলন (১০৯৯৫ ভোট), অধ্যাপক মো. নাসিরুদ্দীন মুন্সী (১১১৮২ ভোট), মো. মুরশেদুল কবীর (১১৫১৭ ভোট), রঞ্জিত কুমার সাহা (৯৭৩২ ভোট), অধ্যাপক শারমিন মূসা (১০৯৪৯ ভোট), অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান (১০৯৮৬ ভোট), অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার (৯৭২৮ ভোট)।
নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫৯ হাজার ৩২০ জন। সব কেন্দ্র মিলিয়ে সর্বমোট ১৫ হাজার ২০২ জন প্রার্থী ভোট দিয়েছেন।
এর আগে গত ৪ মার্চ ঢাকার বাইরের ২৯টি কেন্দ্রে, গত ১১ মার্চ ৯টি কেন্দ্রে এবং ১৪ মার্চ ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার কেন্দ্রে ভোট গৃহীত হয়।
এবারে নির্বাচনে বিএনপিপন্থীরা অংশ নেয়নি এবং জামায়াতপন্থীরা প্রার্থী দিলেও গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন। গণতান্ত্রিক ঐক্য পরিষদ ছাড়াও মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি জানিয়ে স্বতন্ত্র নয়জন মিলে ‘টিম অপরাজেয়’ ব্যানারে ভোট করেছেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও দল মিলিয়ে সর্বমোট প্রার্থী ছিলেন ৬৮ জন।
মন্তব্য করুন