- বাংলাদেশ
- জাহাজে চবি শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি
জাহাজে চবি শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি

টেকনাফে জাহাজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চেয়ে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ কর্মসূচি পালিত হয়। অন্যদিকে, একই ঘটনায় ছয় দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপ-উপাচার্য বেনু কুমার দে, সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, সহসভাপতি আলা উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান মান্নান, সদস্য রকিবা নবীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
উপ-উপাচার্য বলেন, একজন শিক্ষকের গায়ে হাত তোলা মানে আমার গায়ে হাত তোলা। গবেষণার কাজে শিক্ষার্থীরা আবারও সফরে যাবে। এ কারণে হামলার বিচার হওয়া জরুরি। উপাচার্য বিভাগীয় কমিশনারের সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠক করেছেন। বিভাগীয় কমিশনার কথা দিয়েছেন ২২ তারিখের পর সবাইকে নিয়ে বসে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করবেন।
শিক্ষক সমিতির সভাপতি বলেন, ঘটনার পাঁচ দিন পরও বিশ্ববিদ্যালয় কিংবা স্থানীয় প্রশাসন কেউ ব্যবস্থা নিচ্ছে না। এ ঘটনায় করা মামলার দায় শুধু শিক্ষকের একক নয়। মামলার ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।
ভুক্তভোগী শিক্ষক অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফজলে রাব্বী বলেন, উপাচার্য কেন মামলা করলেন না। কেন একজন শিক্ষককে মামলা চালাতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মামলার দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন তিনি।
এদিকে মামলার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নেওয়াসহ ছয় দাবিতে সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আগামীকালের মধ্যে দাবি না মানা হলে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হবে বলে তাঁরা ঘোষণা দেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো– হামলায় জড়িতের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা, বে-ক্রুজ ইন্টারন্যাশনাল জাহাজের লাইসেন্স বাতিল করা, জাহাজ কর্তৃপক্ষের ক্ষমা চাওয়া, শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া, গাফিলতির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করা।
অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মোসাদ্দেকুল ইসলাম বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আমরা ক্লাসে ফিরব না। প্রশাসন বাদী হিসেবে মামলার দায়িত্ব নেবে বলে আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম।
গত ১৪ মার্চ সেন্টমার্টিন থেকে অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর ব্যাচের শিক্ষাসফর শেষে বে-ক্রুজ ১ জাহাজে করে টেকনাফ ফিরছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। পথে জাহাজের স্টাফরা দুই শিক্ষকসহ ১০ শিক্ষার্থীর ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে।
মন্তব্য করুন