দুস্থদের মধ্যে যাকাত ও সদকা বিতরণের লক্ষ্যে অর্থ সংগ্রহ কার্যক্রম শুরু করেছে দাতব্য প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম। এ লক্ষ্যে যাকাতের অর্থ প্রদানের জন্য সমাজের বিত্তবানদের কাছে আবেদন জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আবেদন জানান প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯০৫ সালে প্রতিষ্ঠিত আঞ্জুমান মুফিদুল ইসলাম বাংলাদেশের প্রাচীনতম একটি জনসেবামূলক দাতব্য প্রতিষ্ঠান। ১৮৬০ সনের সোসাইটিজ অব রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় বিভিন্ন সরকারি অনুদান এবং ব্যক্তি-প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় এটি অত্যন্ত সফলতা, স্বচ্ছতা ও সুনামের সঙ্গে বিভিন্ন সেবামূলক ও দাতব্য কার্যক্রম পরিচালনা করে আসছে, যা সরকারের সেফটিনেট কার্যক্রমের অনুরূপ। 

যাকাত ও সদকার টাকা পাঠানোর ঠিকানা: বিকাশ ও নগদ- ০১৩১৮২৪২৯৯৯, রকেট বিলার- ২৯৪৬, শাহজালাল ব্যাংক- ৪০১৮১২১০০০০২৪০৯ (যাকাত) এবং ৪০১৮১৩১০০০০০২৭৬ (সদকা)।