- বাংলাদেশ
- মাহির স্বামী দেশে ফিরেই ছুটে গেলেন বাবার কবরস্থানে
মাহির স্বামী দেশে ফিরেই ছুটে গেলেন বাবার কবরস্থানে

স্বামীকে ফুল দিয়ে স্বাগত জানালেন মাহিয়া মাহি।
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী আওয়ামী লীগ নেতা রকিব সরকার। আজ রোববার সকাল ১০টার দিকে তিনি সৌদি আরব থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে রকিব সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান তার স্ত্রী মাহিয়া মাহি।
মাহি তার নিজের ফেসবুক আইডিতে স্বামীকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। বিমানবন্দর থেকে স্ত্রী মাহিকে নিয়ে রকিব সরকার গাজীপুরে আসেন। চান্দনা চৌরাস্তা এলাকার কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত বাবা সামসুদ্দিন সরকারের কবর জিয়ারত করার পর বিতর্কিত সেই সনিরাজ কার প্যালেসে যান। এ সময় রকিব সরকারের সঙ্গে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ছিলেন।
ছাত্রলীগ নেতা ওমর সানী জানান, এ সময় ‘রকিব সরকারের আগমন শুভেচ্ছা স্বাগতম’ বলে হাজারো নেতাকর্মী স্লোগান দিতে থাকেন।
ফেসবুক লাইভে এসে পুলিশকে নিয়ে ‘বিব্রতকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে অভিনেত্রী মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয় গত শুক্রবার রাতে। পরে মক্কা থেকে দেশে ফিরে বিমানবন্দরে শনিবার গ্রেপ্তার হন মাহিয়া মাহি। প্রথমে আদালত তার জামিন নামঞ্জুর করলেও পরে জামিন মঞ্জুর করেন। রাত পৌনে ৮টার দিকে মাহি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান।

মাহিয়া মাহি শনিবার দেশে ফিরলেও তার স্বামী ফেরেন আজ রোববার। আদালতের মাধ্যমে মাহি ও রকিবের বিরুদ্ধে দায়ের করা দু’টি মামলা মোকাবিলা করা হবে বলে জানান তাদের আইনজীবী আনোয়ার সাদাত সরকার।
মন্তব্য করুন