- বাংলাদেশ
- বাণিজ্য উন্নয়নে যৌথভাবে কাজ করবে বিসিআই ও ভারত চেম্বার
বাণিজ্য উন্নয়নে যৌথভাবে কাজ করবে বিসিআই ও ভারত চেম্বার

শনিবার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিসিআই এবং বিসিসির নেতারা- ফটাে রিলিজ
দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সঙ্গে কলকাতাভিত্তিক ভারত চেম্বার অব কমার্সের (বিসিসি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। রোববার ঢাকায় বিসিআই কার্যালয়ে এটি স্বাক্ষর হয়েছে বলে বিসিআইর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সমঝোতা স্মারকে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এবং বিসিসি সভাপতি এন. জি. খৈতান স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকের ফলে দু’দেশের ব্যবসা-বাণিজ্যের তথ্য আদান প্রদান করা হবে। ভারত চেম্বার তাদের অফিসে ‘ঢাকা ডেস্ক’ এবং বিসিআই অফিসে ‘কলকাতা ডেস্ক’ স্থাপন করবে।
অনুষ্ঠানে বিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি প্রীতি চক্রবর্তী, সহসভাপতি মোহাম্মদ ইউনুছ, পরিচালক শহীদুল ইসলাম নিরু, ড. দেলোয়ার হোসেন রাজা, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মোহাব্বত উল্লাহ, জিয়া হায়দার মিঠু, ভারত চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি নরেশ পচিসিয়া, রাজকুমার আগরওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন