দিনাজপুরে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের ওপর শুনানি পিছিয়ে ২৯ মে ফের দিন নির্ধারণ করেছেন আদালত। আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আক্তারুজ্জামান সোমবার এ দিন ঠিক করেন।  

এদিন এ মামলায় চার্জ শুনানির দিন ছিল। কিন্তু অসুস্থ খালেদা জিয়া চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকায় তার আইনজীবী শুনানি জন্য পেছানোর আবেদন করলে তা মঞ্জুর করেন করেন বিচারক। এ নিয়ে ৪৩ বার সময় পেছানো হলো। এদিন অন্যান্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ।  

দিনাজপুরে বড় পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং ১৫৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করে দুদক। এরই মধ্যে মৃত আসামিদের অব্যাহতি দেওয়া হয়েছে।