- বাংলাদেশ
- রমজানে কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণে ৬ সুপারিশ
রমজানে কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণে ৬ সুপারিশ

আজ সোমবার কৃষি বিপণন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় সুপারিশগুলো উপস্থাপন করা হয়।
সুপারিশগুলোর মধ্যে রয়েছে সমুদ্র ও স্থলবন্দর কর্তৃপক্ষ এবং শুল্ক স্টেশনসমূহকে নিত্যপ্রয়োজনীয় পণ্য খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে ফেরি পারাপারে বিআইডব্লিউটিসি কর্তৃক সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে সংশ্লিষ্ট জেলা পুলিশ কর্তৃক অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদান, জেলা ও উপজেলা প্রশাসন টিসিবির কার্যক্রমে সার্বিক সহযোগিতা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণে কৃষি বিপণন অধিদপ্তরসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতকারীর বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বৃদ্ধি।
মতবিনিময় সভায় কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মো. ইমরুল মহসিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত উপপরিচালক (প্রশাসন ও বাজার সংযোগ) মো. মজিবর রহমানসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও আধা-সরকারি সংস্থার প্রতিনিধি, ঢাকা শহরের বিভিন্ন স্তরের ব্যবসায়ী প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করুন