জেলেদের খাদ্য সহায়তা বিতরণে অনিয়ম বন্ধ, অভিযানের নামে ক্ষুদ্র জেলেদের জাল ও নৌকা জব্দ না করা, ভারতের কারাগারে আটক ১৮ জেলেকে দ্রুত দেশে ফিরিয়ে আনাসহ ৯ দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জেলেরা।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি বরিশাল শাখার উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের জেলা সভাপতি শাজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইসরাইল পণ্ডিত ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার।

ইসরাইল পণ্ডিত বলেন, দরিদ্র মৎস্যজীবী ও ট্রলার শ্রমিকরা দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের জন্য বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও সাগর ও নদীতে মাছ আহরণ করেন। অথচ জেলেদের নানা ধরনের হয়রানির পাশাপাশি মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। নিষেধাজ্ঞার সময় সরকারি যে খাদ্য সহায়তা দেওয়া হয় তা অপ্রতুল। সেই সহায়তা নিবন্ধিত অর্ধেক জেলেও পান না। সহায়তা বিতরণেও নানা অনিয়ম হয়। তিনি বলেন, ভারতে এখনও বাংলাদেশের ১৮ জেলে আটক আছেন। তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে।

মানববন্ধন শেষে বরিশাল নগরে বিক্ষোভ মিছিল করেন জেলেরা। পরে জেলা প্রশাসকের কাছে তাঁদের দাবি সংবলিত স্মারকলিপি দেন।