- বাংলাদেশ
- বুয়েটে বায়োমেডিকেল বিভাগে অত্যাধুনিক ল্যাব উদ্বোধন
বুয়েটে বায়োমেডিকেল বিভাগে অত্যাধুনিক ল্যাব উদ্বোধন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে অত্যাধুনিক সুবিধাসমৃদ্ধ বায়োমেডিকেল ল্যাব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বুয়েটের ইসিই ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে লাইট, ইলেকট্রন ও এক্স-রে মাইক্রোস্কোপ সরবরাহকারী আন্তর্জাতিক টেকনোলজি প্রতিষ্ঠান ‘জেইস’র সহযোগিতায় এ ল্যাবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল জব্বার খান, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান, বায়ো মেডিকেশন বিভাগের প্রধান ড. মো. তারিক আরাফাত, অনুষ্ঠানে জেইস গ্রুপের সার্ক অঞ্চলের রিজিওনাল হেড বিকাশ সাক্সেনা।
বক্তারা বলেন, অত্যাধুনিক এই ল্যাব একটি মাইলফলক। নতুন প্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে জ্ঞানার্জনে এটি নির্ভরশীল উৎস হয়ে উঠবে। এই উদ্যোগটির উদ্দেশ্য হলো আধুনিক মাইক্রোস্কোপি ও স্বাস্থ্যসেবার সুবিধার মাধ্যমে গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সম্প্রসারণ করা। এর ফলে নিয়মিত প্রশিক্ষণের মধ্যে দিয়ে বাংলাদেশের বিজ্ঞানভিত্তিক গোষ্ঠীগুলোর সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে। এর পাশাপাশি সেন্টারটি বাংলাদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর নানা উপাত্ত গবেষণায় সহায়তা করবে।
ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, আমাদের দেশে ১৭ কোটি মানুষ। সবার সেবা নিশ্চিত করতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। মেডিকেল সমস্যা সমাধানে সরকার কমিউনিটি লেবেলে সেবা বাড়াচ্ছে। এ সব জায়গায় আমাদের নানা সরঞ্জাম নষ্ট হয়, এগুলো সচল রাখা একটু কঠিন হয়ে যায়। সেখানে আমরা বুয়েটের সহযোগিতা নিতে পারি।
আব্দুল জব্বার খান বলেন, বুয়েট প্রতিনিয়ত নানা উদ্যোগ গ্রহণ করছে। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাংকিং কিউএস র্যাংকিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বুয়েট ১৮৭ তম। আমরা এটিকে একশর মধ্যে নিয়ে আসতে চাই। দেশ পেরিয়ে বিদেশের নানা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কাজ করছি। আমরা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে কাজ করতে পারি। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করা যেতে পারে।
মন্তব্য করুন