অভিজাত ফ্যাশন হাউস প্রেমস কালেকশন্সের জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লাইভ ফ্যাশন শো ‘প্রি-ঈদ ফ্যাশন ২০২৩’। ১৬ মার্চ রাতে প্রেমস কালেকশন্সের শোরুমের ওয়াকওয়েতে প্রধান স্টপার হিসেবে পারফর্ম করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সঙ্গে ছিলেন চিত্রনায়িকা শিমলাসহ দেশের শীর্ষ মডেল ও তারকা শিল্পীরা।

ফ্যাশন শোর শুরুতে শুভেচ্ছা বক্তব্যে প্রেমস কালেকশন্সের পরিচালক ও প্রধান ডিজাইনার প্রেম বম্বানি বলেন, মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদে নিখুঁত বুনন, গর্জিয়াস ডিজাইন এবং আরামদায়ক পোশাক উপহার দেওয়ার লক্ষ্যে ফ্যাশন ডিজাইনার এবং কারিগর সবাই বছরজুড়ে নিরলস কাজ করেছি। আজকের ফ্যাশন শোর মাধ্যমে রোজার আগেই নতুন ডিজাইন উন্মুক্ত করছি। পোশাকের সর্বোচ্চ মান বজায় রেখে ঈদের আনন্দ ও পবিত্রতার দিকে লক্ষ্য রেখে উজ্জ্বল রংকে প্রাধান্য দিয়েছি আমরা। যাঁরা ঈদ শপিংয়ে দেশের বাইরে যান, তাঁদের কথা মাথায় রেখে ভারতের বিভিন্ন রাজ্যসহ উপমহাদেশের সেরা ডিজাইনারদের সেরা কারুকাজের পোশাক নিয়ে এসেছে প্রেমস কালেকশন্স।

তিনি বলেন, ‘এবারের ঈদে আমাদের চোখ ধাঁধানো ডিজাইন, রঙের বৈচিত্র্য, সর্বোপরি প্রতিটি পোশাকে আভিজাত্য ও রাজকীয় আবহ পাবেন ক্রেতারা। স্বাস্থ্যবানদের জন্য রয়েছে এক্সট্রা সাইজের আরামদায়ক পাঞ্জাবি।

বিদ্যা সিনহা মিম বলেন, এখানে শো স্টপার হয়ে আমার অন্যরকম অনুভূতি কাজ করছে। ঈদ কালেকশনের সব পোশাকই আমার কাছে স্পেশাল মনে হচ্ছে। এ জন্যই শুরু থেকে প্রেমস কালেকশনের পোশাক আমার প্রিয়। অভিজাত শপিংমল হলেও সাধ্যের মধ্যে অল্প বাজেটেও এখানে খুব ভালো শপিং করতে পারেন।

পুরো ফ্যাশন শো মোট ৮টি কিউতে ভাগ করে ডিজাইনার পাঞ্জাবি, ভারতের ১৬টি রাজ্য থেকে বাছাই করা এক্সক্লুসিভ শাড়ি, লং কামিজ, ফ্লোর টাচ, ফ্রক, টপস, কুর্তাসহ নানা রকমের গাউন, সারারা ও লেহেঙ্গা গায়ে জড়িয়ে পারফর্ম করেন মডেলরা। এ ছাড়া উপমহাদেশের সেরা ডিজাইনার সত্যপালের আনস্টিচ শাড়ি, স্কার্ফ, পার্স ও হ্যান্ডব্যাগ প্রদর্শিত হয়।

বিষয় : প্রেমস কালেকশন ঈদ ফ্যাশন শো

মন্তব্য করুন