- বাংলাদেশ
- কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ২
কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ২

প্রতীকী ছবি
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বজ্রপাতে প্রেম দাস (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আরও দুই কৃষক আহত হয়েছেন। আজ বুধবার উপজেলার ধনপুর ইউনিয়ন ও নেত্রকোণা জেলার খালিয়াজুরি উপজেলার সীমান্তবর্তী ধইলংয়ের হাওরে এ ঘটনা ঘটে।
নিহত প্রেম দাস উপজেলার উত্তর দাস পাড়ার মৃত রমন দাসের ছেলে।
আহতরা হলেন- নারায়ণ দাস (৩৫) ও তমিজ আলী (৪০)। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ও নেত্রকোণা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তমিজের বাড়ি খালিয়াজরি উপজেলার গাজীপুর ইউনিয়নের নামাপাড়া গ্রামে ও নারায়ণ দাসের বাড়ি ইটনা উপজেলার ধনপুর গ্রামের মাঝিপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, প্রেম দাস বুধবার সকালে হাওরে ভুট্টা খেত দেখতে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন