বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ বুধবার বিকেলে বিক্ষোভ মিছিলটি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে  থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্বে দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার। 

মিছিলে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে খালেদা জিয়া ও রিজভীর মুক্তি দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি আহসান হবীব, আলমগীর হোসেন রনি, উজ্জল হোসেন, হুমায়ুন কবির, জুয়েল সাহা, রিয়াদ মাহমুদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মিলাদ উদ্দিন ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক রাজ্জাকুর রহমান রাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সহ সভাপতি লুতফর, রাশু, আজিম, রকি, কাওসার, মাসুম, যুগ্ম সম্পাদক সুমন, জাফরসহ আরও অনেকে।