ভালোবাসা ও শ্রদ্ধায় নিজ অঙ্গনে সিক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক শিক্ষক ও একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি ভাস্কর শামীম সিকদার। বুধবার সকাল ১১টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে তাঁর মরদেহ ভাস্কর্য বিভাগের সামনে আনা হয়। এ সময় তাঁর প্রতি শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিজন, শিল্পাঙ্গনের মানুষ এবং বিভিন্ন সংগঠন। এই গুণী শিল্পী মঙ্গলবার অসুস্থতাজনিত কারণে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। 

বুধবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এর পর ভাস্করের লাশ নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের অদূরে অবস্থিত ‘স্বাধীনতার সংগ্রাম’ ভাস্কর্যের সামনে। কয়েক সপ্তাহ আগেই ভাস্কর নিজ হাতে গড়া এই ভাস্কর্যস্থল ফের সংস্কার করেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, এমন একটি সময়ে শামীম সিকদার ভাস্কর্য চর্চা করেছিলেন যখন সমাজের কেউ এগিয়ে আসেনি। একজন নারী ভাস্কর হিসেবে তিনি পুরো উপমহাদেশে পথিকৃতের ভূমিকা পালন করেছেন। 

শামীম সিকদারের ছোট ভাই নাজমুল হক সিকদার জানান, বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ নেওয়া হয় ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। শুক্রবার শিল্পীর দুই সন্তান দেশে ফিরলে রাজধানীর মোহাম্মদপুরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

বিষয় : শামীম সিকদার ভাস্কর শামীম সিকদার

মন্তব্য করুন