- বাংলাদেশ
- সমকাল সাংবাদিক জয়ের বাবা মারা গেছেন
সমকাল সাংবাদিক জয়ের বাবা মারা গেছেন

হাজি মাওলানা নূর মোহাম্মদ
দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সাখাওয়াত হোসেন জয়ের বাবা হাজি মাওলানা নূর মোহাম্মদ মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় চাঁদপুরের ফরিদগঞ্জ থানার বড়গাঁওদৌলা গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়।
৮৬ বছর বয়সী হাজী নূর মোহাম্মদ ক্যান্সারে ভুগছিলেন। তার স্ত্রী, চার ছেলে ও সাত মেয়ে রয়েছে। গতকাল বাদ এশা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
হাজী নূর মোহাম্মদের মৃত্যুতে সমকাল পরিবারের পক্ষ থেকে সম্পাদক মোজাম্মেল হোসেন শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) পক্ষ থেকেও শোক প্রকাশ করেছেন নেতারা।
মন্তব্য করুন