রাজধানীতে বিক্ষােভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের মুক্তি দাবিতে বৃহস্পতিবার বিজয় নগর নাইটিংগেল মোড় থেকে মিছিলটি শুরু হয়। পল্টন থানা ঘুরে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি গোলাম মাওলা শাহীন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কে এম সাখাওয়াত হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিতের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা। সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল।