- বাংলাদেশ
- সরকার প্রশাসনের অভিযানে বাজার নিয়ন্ত্রণের পক্ষে নয়: পরিকল্পনামন্ত্রী
সরকার প্রশাসনের অভিযানে বাজার নিয়ন্ত্রণের পক্ষে নয়: পরিকল্পনামন্ত্রী

পুলিশ ও ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালিয়ে সরকার বাজার নিয়ন্ত্রণের পক্ষে নয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, এর পরও কোথাও পণ্য মজুতের খবর পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরবরাহ স্বাভাবিক ও সড়ক যানজটমুক্ত রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার।
আজ বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক বাজারের তুলনায় এখনও দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে এম এ মান্নান বলেন, যুক্তরাজ্যে দাম বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ, আর দেশে বেড়েছে ৯ দশমিক ৩ শতাংশ। চলতি মাসে আবারও দ্রব্যমূল্য বাড়তে পারে। তবে নতুন ধান ওঠা শুরু হলেই দাম কমবে।
সভায় সুনামগঞ্জ-জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়ক, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, নার্সিং কলেজ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজের অগ্রগতি তুলে ধরেন মন্ত্রী। সুনামগঞ্জে কৃষি কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ হবে জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামীতে ২০ সিটের বিমান সুনামগঞ্জে নামবে।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, সিভিল সার্জন ডা. আহমেদ হোসেন প্রমুখ।
মন্তব্য করুন