- বাংলাদেশ
- ‘ইতিহাসের ঘৃণিত চক্র আগামীর নির্বাচন বানচালের চেষ্টা করছে’
‘ইতিহাসের ঘৃণিত চক্র আগামীর নির্বাচন বানচালের চেষ্টা করছে’
-samakal-641ed5d3962d0.jpg)
ফরিদপুৃরে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। ছবি: সমকাল
ইতিহাসের ঘৃণিত চক্র আগামীর জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বিএমএ-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
তিনি বলেন, ইতিহাসের সেই ঘৃণিত চক্র এখনো সক্রিয়। তারা আগামীর জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আওয়ামী লীগের সব কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যাকে ফের নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে, তবেই এ দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে।’
আজ শনিবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে ২৫ শে মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ। এ ছাড়াও ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, স্বাচিপ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ জলিল, বিএমএর দপ্তর সম্পাদক ডা. শেখ মো. শহিদুল্লাহ, বিএমএ ফরিদপুরের সাধারণ সম্পাদক ডা. মাহফুজুর রহমান বুলু, ডা. রতন কুমার সাহা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ২৫ শে মার্চের গণহত্যা ইতিহাসের নারকীয় হত্যাকাণ্ড ছিল।
সভায় ২৫ মার্চ নিরীহ ও নিরস্ত্র মানুষকে হত্যা এবং একাত্তরের গণহত্যা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ফরিদপুর বিএমএ ভবন পরিদর্শন করেন।
মন্তব্য করুন