- বাংলাদেশ
- উন্নয়নের কারণেই জনগণ বিএনপির ফাঁদে পা দেবে না: স্বাস্থ্যমন্ত্রী
উন্নয়নের কারণেই জনগণ বিএনপির ফাঁদে পা দেবে না: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সমকাল
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কারণেই জনগণ আগামী নির্বাচন নিয়ে বিএনপির ফাঁদে পা দেবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের সিদ্ধান্তের ওপর শুধু শেখ হাসিনার ক্ষমতায় থাকা না-থাকা নয়, মৌলবাদ উত্থান হবে কিনা, তাও নির্ভর করবে। আশা করছি, জনগণ সঠিক সিদ্ধান্তই নেবেন।
শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদরের গড়পাড়ায় শুভ্র সেন্টারে সাটুরিয়া ও মানিকগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি এবং নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, রমজানে দেশবাসীর কষ্ট লাঘবে বাজার নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কমিটি ও সংস্থা কাজ করছে। তবে প্রশাসনের একার পক্ষে এটি সম্ভব নয়। জেলা-উপজেলা চেয়ারম্যান, মেম্বার ছাড়াও নেতাকর্মীকে ভূমিকা রাখতে হবে। ব্যবসায়ীরা চড়া মূল্যে জিনিসপত্র বিক্রি করছে কিনা, খেয়াল রাখতে হবে।
এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, সদর আওয়ামী লীগ সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন